সারা বাংলা

ইয়াবাসহ গ্রেপ্তার, ছাত্রদল নেতা বহিষ্কার

বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা মো. মেহেদীকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (৪ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. মেহেদীকে বহিষ্কারের কথা জানান বরগুনা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনি ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব। 

এর আগে গত ২৭ সেপ্টেম্বর সদরের লাকুরতলা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মেহেদীকে। 

বরগুনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনি রাইজিংবিডিকে বলেন, অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদরের বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মেহেদীকে অব্যহতি দেওয়া হয়েছে।