সারা বাংলা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় সুশেন্দ্র দেবনাথ (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।

শনিবার (২১অক্টোবর) সকাল সাড়ে ৭টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বালিগাঁওয়ের নামক হীড বাংলাদেশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুশেন্দ্র দেবনাথের বাড়ি কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে। সে ওই এলাকার মৃত পরেশ দেবনাথ এর ছেলে।

পুলিশ জানায়, সুশেন্দ্র দেবনাথ হবিগঞ্জের বাহুবল যাবার পথে এ দুর্ঘটনায় পড়েন। আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী।