বগুড়ার শেরপুরে লেবেলবিহীন খাদ্যদ্রব্য মজুত ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান এই জরিমানা করেন।
জরিমানা করা প্রতিষ্ঠান দুটি হলো- শেরপুর উপজেলার সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি এবং শম্পা দধি ভান্ডার।
বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারির কারখানা পরিদর্শনকালে লেবেলবিহীন সেমাই, তেল, ব্যানানা ফ্লেভার, লবন মজুদ ও ব্যবহার করতে দেখা যায়। আর শম্পা দধি ভান্ডারের কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া গেছে। এখানেও লেবেলবিহীন মিষ্টি, গুড় ও বিভিন্ন খাদ্যদ্রব্য মজুত করা ছিল। যা খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের বিধি পরিপন্থী। এ জন্য প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষকে ২ লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান।
অভিযানে মনিটরিং অফিসার মো. আসলাম উদ্দিন, বগুড়া সদরের নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, শেরপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।