সারা বাংলা

খালা ও খালাতো বোনরা মিলে ডেলিভারি ম্যানকে পিটিয়ে হত্যা! 

দিনাজপুরের বিরামপুরে আপন খালা ও খালাতো বোনরা মিলে কোবাদ হোসেন (৬০) নামে একজন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। 

নিহত কোবাদ হোসেন পূর্বপাড়া মহল্লার মৃত কলিমুদ্দিন শেখের ছেলে এবং তিনি দীর্ঘদিন একটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসাবে কাজ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বসতবাড়ির জায়গা নিয়ে কোবাদ হোসেনের সাথে তার আপন খালা অমেলা বেগম, খালাতো বোন নাজমা ও নিহারার বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এ তিনজনসহ তাদের বাড়ির আরো কয়েকজন মিলে কোবাদ হোসেনকে বেধড়ক মারপিট শুরু করে। কোবাদ পার্শ্ববর্তী তৈয়ব আলীর বাড়িতে আশ্রয় নিলে সেখানেও গিয়ে প্রতিপক্ষরা কিল ঘুষি ও বাঁশ, কাঠ দিয়ে মারপিট করতে থাকে। এক পর্যায়ে কোবাদ মাটিতে পড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা কোবাদকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, নিহতের মেয়ে থানায় অভিযোগ দিয়েছে। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।