সারা বাংলা

বাগেরহাটে নোংরা পরিবেশে খাদ্য তৈরি, ৮ প্রতিষ্ঠানে জরিমানা

বাগেরহাটের মোংলায় নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ফেরিঘাট এবং ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযানে ৮ প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পরিশোধ করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।