সারা বাংলা

২ কেজি গুড় ও ২ হালি কলা খেয়ে প্রাণ হারালেন বায়েজিদ

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে বাজিধরে দুই কেজি গুড় ও ২ হালি কলা খেয়ে বায়েজিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (১ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া বায়েজিদ উপজেলার পার-আধাইপুর গ্রামের মৃত. আব্দুর রহিমের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভান্ডারপুর বাজারে ইসমাইলপুর গ্রামের বাসিন্দা বিঠু কসাইয়ের সঙ্গে দুই কেজি গুড় ও দুই হালি কলা খাওয়ার বাজি ধরেন বায়েজিদ। বাজি অনুযায়ী তিনি গুড় ও কলা খেয়ে ফেলেন। রাতে বাড়িতে ফিরে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে তাকে আক্কেলপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এলাকাবাসী জানান, বায়েজিদ বিভিন্ন সময় বাজি ধরে খাবার খেতেন। তিনি অনেক আগে এক ব্যক্তির সঙ্গে বাজি ধরে ৫ কেজি জিলাপি খেয়ে এক জোড়া হালের গরুও জিতেছিলেন। 

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম স্বপন বলেন, বায়েজিদ মারা গেছেন বলে আমি শুনেছি। বায়েজিদ বিভিন্ন সময় বাজিধরে খাবার খেতেন।