পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন বলেছেন, ‘কৃষি নির্ভর এদেশে কৃষকদের আরও সম্ভাবনাময়ী করে গড়ে তুলতে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সামনে কৃষকদের জন্য আসছে আরও নতুন নতুন প্রকল্প। কেননা কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর। কৃষকরা যাতে আরও এগিয়ে যেতে পারেন সে চিন্তা থেকেই আমরা কাজ করছি।’
রোববার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় মতলব ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএডিসি’র উপর অর্পিত মৌলিক কাজগুলো হচ্ছে সারা বাংলাদেশে কৃষি উপকরণ উৎপাদন, সংগ্রহ (ক্রয়), পরিবহন, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থাপনা টেকসই করা। একই সঙ্গে অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন- বীজ, সার সরবরাহ এবং ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করা।
অনুষ্ঠানে মতলব দক্ষিণের উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএডিসি’র কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ এম কবির আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা, নবনির্মিত বিএডিসি ভবনের ঠিকাদার মো. লিয়াকত আলী চৌধুরী সুমন প্রমুখ।