গাজীপুর মহানগরীর সদর থানাধীন শিববাড়ির-শিমুলতলী সড়কের বটতলায় নিরাপদ পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ নভেম্বর) রাত ২ টার দিকে আগুন দেয়৷ বাসটি শিববাড়ির-শিমুলতলী সড়কের বটতলায় পার্কিং করা অবস্থায় ছিলো।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ২ টার দিকে মোটরসাইকেলে ২-৩ জন যুবক এসে পার্কিং করা নিরাপদ পরিবহনের বাসটিতে (ঢাকা মেট্রো-ব-১২-০১১৩) পেট্রোল ছুঁড়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত ২ টার দিকে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।