সারা বাংলা

স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

ঠাকুরগাঁও‌য়ের রাণীশং‌কৈলে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী নাজমুল ইসলাম। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার লেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাবেয়া খাতুন।

স্থানীয়রা জানান, ভোর থে‌কে রা‌বেয়া ও তার স্বামী নাজমু‌লের ম‌ধ্যে পা‌রিবা‌রিক বিভিন্ন বিষয় নি‌য়ে ঝগড়ার শব্দ শুনতে পায় তারা। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে লোহার ছোরা দি‌য়ে বু‌কে আঘাত ক‌রেন। রাবেয়া অচেতন হ‌য়ে মা‌টি‌তে লু‌টি‌য়ে পড়‌লে পরিবারের অন্য সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীশং‌কৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, সকালে থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন নাজমুল। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।