গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার এক দিন পর ইরিনা (৫) নামের এক শিশুর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন সামিয়া আক্তার (১৭) ও নাম না জানা এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের সাহাবউদ্দিন ভুট্টুর ভাড়া বাড়ি থেকে ওই শিশুর লাশ উদ্ধার হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এতথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইরিনা উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের আসাদ মিয়ার মেয়ে। সে তার বাবার সঙ্গে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের রুবেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তার বাবা পেশায় মাংস বিক্রেতা। অন্যদিকে, আটক সামিয়া আক্তার সিরাজগঞ্জে বাসিন্দা। তবে আটক অপর নারীর নাম ঠিকানা জানা যায়নি।
নিহত শিশুর বাবা আসাদ মিয়া বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে আমার মেয়ে খেলতে যায়। রাত হয়ে গেলেও সে আর বাসায় ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রাতে থানায় জিডি করি। অনেক রাতে পুলিশ তদন্তে যায়। পুলিশকে সন্দেহের তালিকায় থাকা দুই জনের নাম বলি। আজ রাতে সন্দেহের তালিকায় থাকা ওই দুজনের ঘর থেকে আমার মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওসি নাসিম বলেন, থানায় নিখোঁজ ডায়েরি হওয়ার পর অনুসন্ধান শুরু করে পুলিশ। এরই এক পর্যায়ে সাহাবউদ্দিন ভুট্টুর ভাড়া করা বাসা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো ছিল। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।