চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। রোববার (১২ নভেম্বর) দুপুরে জেলা শহরের ধানবান্ধি মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম ধানবান্ধি মহল্লার আলতাফ হোসেনের ছেলে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস জানান, জেলার শাহজাদপুরের সোনাতনী ইউনিয়নের বানতিয়ার গ্রামের সোলাইমান হোসেন ২০২০ সালের ২৪ ডিসেম্বর উপজেলা আমলী আদালতে ৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকার একটি চেক জালিয়াতি মামলা করেন। এই মামলায় আদালতের যুগ্ম জজ মামুনুর রশিদ ২০২২ সালের ৭ জুন সাইফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড ও চেকে উল্লেখিত টাকা ফেরত দেওয়ার রায় দেন। এরপর আদালত সাইফুল ইসলামকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সাইফুল ইসলামকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সাইফুল ইসলামকে থানায় সোপর্দ করে র্যাব। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।