ময়মনসিংহের নান্দাইলে একটি পত্রিকায় সংবাদ প্রকাশে জেরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ মিছিলে প্রকাশ্যে অস্ত্র হাতে হেঁটে চলতে দেখা গেছে এক ব্যক্তিকে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে পুরো নান্দাইল জুড়ে। রোববার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নান্দাইল পৌর এলাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় ওই ব্যক্তিকে।
মিছিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অস্ত্রধারী ব্যক্তির নাম মো. কামরুজ্জামান। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালামের মেয়ের জামাতা জাহিদ হাসান প্রীতমের গানম্যান।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান শটগান হাতে মিছিলে কামরুজ্জামানের অংশগ্রহণের বিষয়টি স্বীকার করে বলেন, আমি বিষয়টি আগে জানতাম না। জানার পর অস্ত্রধারী কামরুজ্জামানকে বিক্ষোভ সমাবেশ থেকে দূরে সরিয়ে দেই। কামরুজ্জামানের শটগানটি লাইসেন্স করা। তাছাড়া, তিনি জাহিদ হাসান প্রীতমের গানম্যান।
এবিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালামের নম্বরে একাধিকবার ফোন করলেও তার ফোনটি বন্ধ ছিল।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন বলেন, ইতোমধ্য বিষয়টি আমাদের নজরে এসেছে। অস্ত্রটি (১২ বোর শটগান)। কারোর লাইসেন্স করা অস্ত্র থাকলেও তা প্রকাশ্যে মহড়া দেওয়ার সুযোগ নেই। অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমান বলেন, কারোর কাছে লাইসেন্সধারী অস্ত্র থাকলেও তা প্রকাশ্যে প্রদর্শন করার সুযোগ নেই। আমরা খোঁজ নিয়ে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর একটি জাতীয় দৈনিক পত্রিকায় সাবেক এমপির নেওয়া আর্থিক সুবিধা ফেরত চেয়ে আইনি নোটিশ এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত এই সংবাদের প্রতিবাদ ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।