কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামে ঘটনাটি ঘটে। তারা স্থানীয় আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সম্পর্কে তারা চাচাতো-জেঠাতো ভাই।
এলাকাবাসীরা জানান, অষ্টগ্রাম পূর্ব পাড়ার হিন্দু বাড়ির লিটন সুত্রধরের ছেলে আনন্দ সূত্রধর এবং জুবরাজ সূত্রধরের ছেলে পাবন সূত্রধর সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এসময় তারা পানিতে ডুবে মারা যায়। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহবুব জানান, শিশু দুটি বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে।