সারা বাংলা

মাগুরায় ২ ইজিবাইকের সংঘর্ষ, নিহত ১

মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া এলাকায় ব্যাটারি চালিত দুই  ইজিবাইকের সংঘর্ষে হারুন ফকির (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত হারুন কানুটিয়া গ্রামের মইজ উদ্দিন ফকিরের ছেলে।

আহতরা হলেন- মালিহা (৬), মিন্টু (৪০) ও আলিমকে  (৫০)।

মহম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাহামুদুল হাসান বলেন, রাতে সড়কে দুটি যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইককের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইজিবাইক দুটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে হারুন ফকির নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।