যশোরের শার্শা সীমান্ত থেকে ৭২ কেজি সোনা উদ্ধারের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ ভারতীয় নাগরিকের যাবজ্জীবন ও অন্য ৪ আসামির ২০ বছর করে সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রায় প্রদানকালে দণিল্ডতদের মধ্যে ৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সরকার পক্ষের আইনজীবী মো. আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মহিউদ্দিন তরফদার শান্তি, জাহিদুল ইসলাম ও মুজিবুর রহমান। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ভারতীয় নাগরিক মাসুদ রানা ও শফিকুল মণ্ডল। ২০ বছরের সাজাপ্রাপ্তরা হলেন সাফি, ইমরান হোসেন, কবির হোসেন ও রুবেল হোসেন।