নড়াইলে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেছেন মোহা. মেহেদী হাসান। এ সময় নতুন পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুনেরর থেকে দায়িত্বভার গ্রহণ করেন। পরে তিনি জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে আইনশৃঙ্খলা রক্ষায় নির্দেশনামূলক বক্তব্য দেন। সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়াসহ জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জরা।