সারা বাংলা

যুবলীগ নেতাকে কুপিয়ে জখম: তিন পৌর কাউন্সিলসহ ৩৯ জনের নামে মামলা

ঝালকাঠিতে আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলনকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির এবং জেলা যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর কামাল শরীফসহ ৩৯ জনের নাম উল্লেখ রয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকালে আহত মিলনের স্ত্রী সৈয়দা মারিয়া আক্তার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নাম না জানা আরও ১২০জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫ 

গত ১৬ নভেম্বর সকাল ৯টার দিকে শহরের পোস্ট অফিস সড়কে অবরোধ বিরোধী মোটরসাইকেল মহড়ার সময় যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় জেলা জেলা যুবলীগ নেতা মিলনসহ ৭জন গুরুতর আহত হন। 

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, যুবলীগের দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এরই জেরে হামলা হয়েছে। আহত মিলনের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।