সারা বাংলা

নড়াইলে নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ

নড়াইলে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ডায়াগনস্টিক সেন্টারের কর্মী রূপালী বেগমকে (৩০) কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে নড়াইল শহরের আলাদাৎপুর এলাকায় ঐ নারী হামলার শিকার হন। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গুরুতর আহত ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নারী ও তার স্বজনরা জানায়, সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের চন্ডিতলা গ্রামের জাহিদ ফকিরের ছেলে তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে গ্রিনলিফ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের সহকারী রূপালী বেগমকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল।

রূপালী রাজি না হওয়ায় বিভিন্ন সময় তরিকুল তাকে হত্যার হুমকি দিতো। এক পর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রূপালী কর্মস্থলে যাওয়ার সময় আলাদাৎপুর পুরাতন পাসপোর্ট অফিসের সামনে আগে থেকে অপেক্ষমান তরিকুল রূপালীকে ধারালো অস্ত্র দিয়ে পথ রোধ করে এবং তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।