সারা বাংলা

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মনোনয়নবঞ্চিত জাফর 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম। রোববার (২৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে রাইজিংবিডিকে এতথ্য নিজেই নিশ্চিত করেছেন তিনি।

জাফর আলম বলেন, কক্সবাজার-১ আসনে যাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে তিনি জনবিচ্ছিন্ন। গেল তিনবার তাকে দলীয় মনোনয়ন দিলেও তিনি নৌকাকে জেতাতে ব্যর্থ হয়েছেন। বারবার পরাজিত হয়েছেন। এবারও তিনি পরাজিত হলে তৃতীয় কোনো অপশক্তি এই আসনটি ছিনিয়ে নেবে। তাই জনগণের স্বার্থে এই আসনটি ধরে রাখার জন্য আমি স্বতন্ত্র থেকে প্রার্থীতা ঘোষণা করেছি। 

এদিকে, জাফর আলমকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা চকরিয়ার চিরিঙ্গা রাস্তার মাথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমদ। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে আ.লীগ থেকে অংশগ্রহণ করেন। কিন্তু প্রতিবারই তিনি পরাজিত হন।