নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চাঁদা না দেওয়ায় ছয় জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল বাজারে ঘটনাটি ঘটে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেলোয়ার নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- গাংচিল বাজারের মুস্তাফিজুর রহমান (৮৩), শাহাব উদ্দিন (৬৫), মো. বেলায়েত হোসেন (৬৩), ইমাম হোসেন খান (৫৬), ওমর ফারুক (৩৮) ও শাহরাজ উদ্দিন (৩১)।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার রাতে গাংচিল বাজার কমিটির সাধারণ সম্পাদক রাজিব খান ও তার শ্বশুর দোলোয়ারের নের্তৃত্বে ১৫-২০ জন দুর্বৃত্ত রাজ গার্মেন্টস নামে একটি দোকানে হামলা চালায়। সেসময় তারা দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে ছয়জনকে আহত করেন।
তারা আরও জানান, গাংচিল বাজারের রাজ গার্মেন্টসের মালিক শাহরাজ উদ্দিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রাজীব খান। টাকা না দেওয়ায় বিভিন্ন সময় তিনি শাহরাজকে হুমকি দেন। এরই জেরে গতকাল রাতে অস্ত্রসহ রাজিব ও তার শ্বশুর দেলোয়ারের নের্তৃত্বে শাহরাজের মালিকানাধীন রাজ গার্মেন্টস নামের কাপড়ের দোকানে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এতে ছয়জন আহত হন।
শাহরাজ উদ্দিনের ভাই রবিউল হোসেন বলেন, দুর্বৃত্তরা দোকান ভাঙচুর ও লুটপাট করে। তারা আমার বৃদ্ধ দাদা মুস্তাফিজুর রহমানকে আঘাত করেছে। দাদা মারা গেছেন ভেবে পরে তারা ভয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
রাজ গার্মেন্টসের মালিক শাহরাজ উদ্দিন বলেন, দুর্বৃত্তরা কুপিয়ে আমার দাদা, চাচা, ভাইসহ ৬ জনকে জখম করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হক বলেন, হামলার খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আহতরা পড়ে আছেন। পরে পুলিশকে জানাই। আহতদের হাসপাতালে পাঠাই। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে জানতে বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রাজীব খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িত থাকার অভিযোগে দেলোয়ার নামে একজনকে আটক করা হয়েছে।অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।