আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে নাশকতাকে আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ফেনী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারী উচ্চারণ করেন।
ফেনী পৌর আওয়ামীলীগের সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ।
নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীর মানুষের শান্তি শৃঙ্খলায় সবসময় আমরা তৎপর রয়েছি। কারও রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করলে কাউকে আর ছাড় দেওয়া হবে না। গত কয়েকদিনে তারা অনেকগুলো গাড়ি ভাঙচুর করেছে। আমরা তাদের এসব বন্ধের অনুরোধ করছি। না হয় মানুষের নিরাপত্তার স্বার্থে ফেনী বিএনপি ঘাঁটি হিসেবে পরিচিত রামপুরে আমাদের যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রশাসনের মাধ্যমে তাদের প্রতিহত করবে।
তিনি আরও বলেন, আপনাদের ভালোবাসার কারণে আমাকে তৃতীয় মেয়াদে ফেনী-২ আসনে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। সবাই মান অভিমান ভুলে নৌকার বিজয়ে কাজ করুন। আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কার বিজয়ের মাধ্যমে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। ফেনী-২ আসনে আমিসহ ৮ জন মনোনয়নপত্র কিনেছেন। মনে রাখতে হবে প্রত্যেক প্রার্থীকে তার প্রাপ্য সম্মান দিতে হবে। কাউকে দুর্বল ভাবা যাবে না।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌর এলাকায় সমন্বয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটি ঘোষণা করা হয়।