সারা বাংলা

যশোরের গদখালিতে ৩ কোটি টাকার ফুল বিক্রি

বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসকে কেন্দ্র করে গত পাঁচ দিনে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালির পাইকারি বাজারে অনুমানিক তিন কোটি টাকার ফুল বেচাকেনা হয়েছে। যশোর ফুল উৎপাদন ও বিপনন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম শনিবার (১৬ ডিসেম্বর) রাইজিংবিডিকে এতথ্য নিশ্চিত করেছেন। 

আব্দুর রহিম জানান, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে কেন্দ্র করে গত ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সকাল পর্যন্ত প্রায় ৩ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। গদখালির ফুল সেক্টর থেকে এ বছর প্রায় ১১ ধরনের ফুল বাজারে এসেছিল।  

তিনি আরও জানান, এ বছর ফুলের দাম অনেক ভালো ছিল। কৃষকরা ভালো দামে ফুল বিক্রি করতে পেরে অনেকটাই খুশি। সামনে নতুন বছর, বড়দিন এবং বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে এই অঞ্চলে কৃষকরা ফুল উৎপাদনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তার আশাবাদী দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে প্রায় ১০০ কোটি টাকার ফুল এ মৌসুমে বিক্রি করতে পারবেন। 

প্রসঙ্গত, কৃষি বিভাগের তথ্য মতে যশোর অঞ্চলের দেড় হাজার হেক্টর জমিতে প্রায় ১১ ধরনের ফুলের চাষ হয়। দেশের মোট ফুলের চাহিদার ৭০ শতাংশ মেটায় গদখালির ফুল সেক্টর।