সারা বাংলা

বিএনপি দেশ ও জাতির শত্রু: হানিফ

আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি এখন আর রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নেই। তারা বাসে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে তাদের দিয়ে দেশ ও জাতির কল্যাণ হতে পারে না। তাই বিএনপি এখন দেশের শত্রু ও জাতির শত্রু। তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।’

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, জনগণ এখন হরতাল নিয়ে ভাবছে না। হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করে খেটে খাওয়া মানুষ বাইরে বের হচ্ছেন। 

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আরব বসন্ত আরব দেশেই হয়, সেটা বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ নেই। যারা আরব বসন্তের স্বপ্ন দেখছেন তারা আরবে গিয়ে দেখতে পারেন।  

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারাদেশের মানুষের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। সাধারণের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।