সারা বাংলা

ব্যানার অপসারণ না করায় ৩ আওয়ামী লীগ নেতাকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তিন আওয়ামী লীগ নেতাকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচনি আচারণ লঙ্ঘনের অভিযোগে তাদের কারণ দর্শানো নোটিশ দেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান।

অভিযুক্ত আওয়ামী লীগের তিন নেতা হলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. জিল্লার রহমান, আওয়ামী লীগ নেতা মো. নাজমুল হক ও কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেনাউল ইসলাম।

নোটিশে বলা হয়েছে, আওয়ামী লীগের ওই তিন নেতা শিবগঞ্জের বিভিন্নস্থানে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা সম্বলিত ব্যানার বা প্ল্যাকার্ড এখনও গাছ, বিদ্যুতের খুঁটিতে টানিয়ে রেখেছেন। যা ২০১৮ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করায় কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবরে সুপারিশ করা হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে শোকজ নোটিশে। 

২৫ ডিসেম্বর বেলা ৩টায় নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে অভিযুক্ত আওয়ামী লীগের ওই তিন নেতাকে।