সারা বাংলা

বরিশালে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার ইকবাল হোসেন

বরিশাল ৫ (সদর) ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের জাতীয় পার্টির ‌‌‌‌‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) নগরীর একটি কমিউনিটি সেন্টারে কর্মী সভায় এই ঘোষণা দেন তিনি। 

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইকবাল হোসেন তাপস বলেন, ‌‘জাতির ক্রান্তি লগ্নে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনের দিকে বাংলাদেশ তথা সারা বিশ্বে সব মানুষ তাকিয়ে আছে। আমরা এ বছর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমি সেখান থেকে বলতে চাই, সিটি করপোরেশন নির্বাচন আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। কিন্তু নির্বাচন কমিশনার ও সরকার মিলে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আবারো আগামী ৭ জানুয়ারি প্রহসনের একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তাই সার্বিক দিক বিবেচনা করে এবং বরিশাল ও উজিরপুরে থাকা আমাদের দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মনে হয়েছে এই নির্বাচনে অংশগ্রহণ না করাই উত্তম। আজকে আমার কর্মী ও সাংবাদিকদের সামনে বলতে চাই ৭ জানুয়ারির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। সঞ্চালনা করেন মহানগর যুব সংহতির সদস্য সচিব রফিকুল ইসলাম।