সারা বাংলা

বাইরে থেকে আনা সিলে ভোট ছাপানোর শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে কেন্দ্র দখলের শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের ফিরোজুর রহমান।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে ফিরোজুর রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট ও তার ছেলে শেখ ওমর ফারুক রিটার্নিং অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ জমা দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন’র (বিএনএম) প্রার্থী শাহ জামাল রানা শঙ্কা প্রকাশ করে বলেন, ভোট ৫০ ভাগ সুষ্ঠু হবে। বিগত সময়ের নির্বাচনের বিভিন্ন দিক বিবেচনায় এমন শঙ্কা রয়েছে।

ওমর ফারুকের দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রের ভিতরে খাবার পাঠানোর নামে প্যাকেটের ভিতরে করে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসারের সিল নিয়ে ব্যালটে সিল মারবে। তারা কেন্দ্র দখল করে জনমনে আতঙ্ক সৃষ্টিরও পাঁয়তারা করছে।

এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেন তিনি।

তবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সুষ্ঠু ভোট হবে এটা নিশ্চিত। আমরা যেসব অভিযোগ পেয়েছি সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। সুষ্ঠু ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।