সারা বাংলা

ইবাদত-বন্দেগিতে কাটছে মুসল্লিদের দ্বিতীয় দিন

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন হাজার হাজার মুসল্লি। আগত মুসুল্লিরা ৮৯টি খিত্তায় অবস্থান করে বয়ান শুনছেন। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার ২য় পর্বের দ্বিতীয় দিনে- বাদ ফজর বয়ান পেশ করেন ভারতের মাওলানা সাঈদ বিন সাদ। তার বয়ান বাংলায় তরজমা করেন মুফতি ওসাকা ইসলাম।

এ পর্বে মাওলানা সাদ অনুসারীরা অংশ নিয়েছেন । আগামীকাল (রবিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ২য় পর্ব। 

২য় পর্বেও নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। 

আরও জানা গেছে, আগামীকাল (১১ ফেব্রুয়ারি) সকালে বয়ান করবেন সাদ কান্ধলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভি। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তিনিই আখেরি মোনাজাত পরিচালনা করবেন।