সারা বাংলা

নীলফামারীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৬ মার্চ) বিকেলে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আহজারুল ইসলাম।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, শহরের বিসমিল্লাহ ফল ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানের মূল্য তালিকা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাবারে রং মেশানোর দায়ে একটি হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক আহজারুল ইসলাম বলেন, অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।