সারা বাংলা

নরসিংদীর বাবুরহাটে অগ্নিকাণ্ডে ৩২ দোকান পুড়ে ছাই

কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাজারে (বাবুরহাট) অগ্নিকাণ্ডে ৩২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক ড. বদিউল আলম, সেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ অন্যরা।

সেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জানান, এই বাজারে সাড়ে তিন বাজারের মতো দোকান রয়েছে। যেখানে শুধু কাপড় বিক্রি করা হয়। সামনে ঈদ মৌসুম, ব্যবসায়ীরা পর্যাপ্ত কাপড় নিয়ে বসেছিল। এ অবস্থায় অগ্নিকাণ্ডে মারাত্মক ক্ষতি হয়ে গেল।

এর আগে, গত বছরের ২৯ অক্টোবর শেখেরচর বাজারে ভয়াবহ আগুন লাগে। সেসময় অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ভস্মীভূত হওয়ার পাশাপাশি কোটি টাকার ক্ষতি হয়।