সারা বাংলা

ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনে চাঁদা দাবি করলে কঠোর শাস্তি

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত নিত্যপণ্যবাহী ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিকশা ও থ্রি হুইলারসহ যে কোনো গাড়িতে চাঁদা দাবি করলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। সোমবার (১৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ বলেন, পণ্যবাহী কিংবা যেকোনো পরিবহন থেকে কেউ যদি চাঁদা দাবি করেন তাহলে তিনি যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার ছানুসহ বাস ও ট্রাক মালিক সমিতির সদস্য ও ব্যবসায়ীরা।