আন্দোলন সংগ্রামে ভূমিকা না থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। এর আগে, মঙ্গলবার রাতে ফেসবুকে এক পোস্টে তিনি বিষয়টি জানান।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিগত এক দফা আন্দোলনে জেলা বিএনপি কর্তৃক বিজয়নগর উপজেলা বিএনপিকে বার বার তাগাদা দেওয়া সত্বেও উক্ত কমিটি আন্দোলন সংগ্রামে দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। বর্তমানেও দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়। এমতাবস্থায় দলের বৃহত্তম স্বার্থে বিজয়নগর উপজেলা আহবায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হলো।