সারা বাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার (৬ এপ্রিল) ভোর থেকে এই মহাসড়কে ধীর গতীতে চলছিল বিভিন্ন ধরনের যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানচলাচল স্বাভাবিক হয়ে আসে।

শনিবার রাতে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  হুমায়ুন কবির একথা জানান। 

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  হুমায়ুন কবির বলেন, আজ ভোর থেকে মহাসড়কের গজারিয়ার ১৩ কিলোমিটার অংশ জুড়ে কুমিল্লামুখী লেনে ধীর গতীতে যানবাহন চলাচল করে। ওই সময় উপজেলার মেঘনা সেতু জামালদী বাসস্ট্যান্ড থেকে ভাটেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যানবাহনের ধীরগতি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।