সারা বাংলা

টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ জব্দ 

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। 

শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের  মহেশখালিয়া পাড়া ঘাট এলাকা থেকে থেকে মাদকগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, মিয়ানমার থেকে মাদকের একটি চালান সাগরপথে বাংলাদেশে আসতে পারে। ওই সংবাদে বিজিবি সদস্যরা শনিবার রাত সাড়ে ১১টার দিকে মেরিন ড্রাইভ সড়কে সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি একটি পোটলা ফেলে পালিয়ে যান। পরে  পোটলার ভেতর থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।