সারা বাংলা

সিলেটের সব স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের সব স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের সভাপতি আতিক হোসেন বলেন, ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তামাবিল, শেওলা, সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৫ এপ্রিল থেকে পুনরায় সব কার্যক্রম চলবে।

সিলেটের শেওলা স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট নুরুল মোস্তফা বলেন, এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।