সারা বাংলা

ময়মনসিংহের আড়াই হাজারেরও বেশি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত 

ময়মনসিংহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হয়েছে সকাল পৌনে ৯টায়। প্রথম জামাতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী আবদুল্লাহ আল মামুন। 

জামাতে অংশগ্রহণ করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোহিতউর রহমান শান্ত, সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা। নামায শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধ কামনা করে মোনাজাত করা হয়। 

এছাড়াও, শহরের বড় মসজিদ, আকুয়া মার্কাজ মসজিদ, চরপাড়া জামিয়া ইসলামিয়া, সেনানিবাস জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ জেলার আড়াই হাজারেরও বেশি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।