সারা বাংলা

বেতন-ভাতার দাবিতে কর্মবিরতিতে কালিয়া পৌরসভার কর্মচারীরা

বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছেন নড়াইলের কালিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৭এপ্রিল) সকাল থেকে বিকেল ৫টা পযর্ন্ত এই কর্মসূচি পালন করেন কর্মচানীরা। আগামী ৭ দিন এই কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, কর্মরিতির ফলে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ সেবা না পেয়ে ফিরে গেছেন। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভায় আগে কখনো এমন অবস্থা সৃষ্টি হয়নি। সাধারণ মানুষ এই অবস্থার অবসান চান।

কালিয়া পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করলে আমরা লাগাতার কর্মবিরতি পালন করে যাব। মাস্টার রোলে নিয়োগকৃত ২২ জন কর্মচারীর বেতন পরিশোধ করা হলেও আমাদের স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে কোনো ভাতা দেওয়া হয়নি।

কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা বলেন, পূর্বের মেয়রদের রেখে যাওয়া বকেয়া বেতন আমি কিছু কিছু পরিশোধ করেছি। আমার সময় কর্মকর্তা কর্মচারীরা যথাসময়ে বেতন-ভাতা পাচ্ছেন।