সারা বাংলা

রাজশাহীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ

টানা তাপপ্রবাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রাণ পেতে রাজশাহী মহানগরীতে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় নগরীর তেরখাদিয়া এলাকায় শহীদ এএইচএম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম প্রাঙ্গণে এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মোনাজাতের সময় মুসল্লিরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। রাজশাহীর ওলামা মাশায়েখেরা ইস্তিস্কার নামাজে শরিক হন। নামাজে ইমামতি করেন তেরোখাদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ফারুকী। এতে আশপাশের এলাকার মুসল্লিরা অংশ নেন। 

এর আগে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির ফরিয়াদ জানিয়ে গত সোমবার রাজশাহীর পুঠিয়া ও বাঘায় ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে টানা দাবদাহে পুড়ছে রাজশাহী অঞ্চল। তাপমাত্রা উঠে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আম, লিচুসহ মাঠের ভুট্টা, পাট এবং অন্যান্য ফসল এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।