সারা বাংলা

বাগেরহাটে কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে  আব্দুল হাকিম জোমাদ্দার (৬২) নামে এক কৃষককে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত আব্দুল হাকিম জোমাদ্দার গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে। 

নিহতের ছোট ভাই মতিয়ার রহমান জোমাদ্দার বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সকালে একই গ্রামের প্রতিবেশি শহিদুল হাওলাদারের নেতৃত্বে ১০-১২ জন তার ভাই হাকিম জোমাদ্দারের ওপর  হামলা চালায়। আহত অবস্থায় হাকিম জোমাদ্দার চিকিৎসার জন্য রওয়ানা হলে পথিমধ্যে আবারও তাকে আটক করে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে। তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। নিহত হাকিম জোমাদ্দারের ঘাতকদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।