সারা বাংলা

চিত্রায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

নড়াইলের সদর উপজেলার চিত্রা নদীতে গোসলে নেমে রাজু শেখ (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (১৫ মে) সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

নিখোঁজ রাজু শেখ বরাশুলা গ্রামের সাইফুর রহমানের ছেলে ও স্থানীয় বরাশুলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চিত্রা নদীতে গোসলে নেমে নদীর স্রোতে ভেসে যায় রাজু। সে সময় আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, খবর পেয়ে রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে এখন পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মেলেনি।