ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা এলাকায় খালের ওপর ৬৫ লাখ টাকা ব্যয়ে ব্রিজের দুই পাশে তড়িঘড়ি করে মাটির রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। ব্রিজটি নির্মাণের দীর্ঘ দেড় বছর পর এ সংযোগ সড়ক তৈরি হচ্ছে।
মঙ্গলবার (১১ জুন) রাইজিংবিডিতে ‘রাস্তা ছাড়াই ৬৫ লাখ টাকার ব্রিজ নির্মাণ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই দুই পাশে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়।
বুধবার (১২ জুন) সকালে পাতবিলা ব্রিজে গিয়ে দেখা যায়, প্রায় ২০ জন শ্রমিক রাস্তাটি নির্মাণের কাজ করছেন। পাশের জমি থেকে মাটি কেটে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। ব্রিজটির এক পাশে ৩০০ ফিট ও অন্যপাশে ২০০ ফিট মাটির রাস্তা নির্মাণ করা হবে বলে জানান শ্রমিকেরা। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহায়ক মহিদুল ইসলামকে সেখানে কাজ তদারকি করতে দেখা যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গণমাধ্যমে ব্রিজের সংবাদ প্রকাশ হওয়ায় রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় এমপির বিশেষ বরাদ্দ থেকে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। উভয় পাশে রাস্তা নির্মাণে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর আগে ব্রিজটি নির্মাণ হয়েছিল। দুই পাশে রাস্তা না থাকায় কোনো কাজেই আসছিল না। হঠাৎ করে মাটির রাস্তার কাজ শুরু হয়েছে। পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা নির্মাণের কাজ চলছে।
তবে এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কোনো মন্তব্য করতে রাজি হননি। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহানের অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে ফোন দিলেও তিনি ধরেননি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহায়ক মহিদুল ইসলাম বলেন, বিশেষ বরাদ্দ থেকে এই রাস্তার কাজ শুরু হয়েছে। এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না।
উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির চৌধুরি বলেন, শুনেছি পাতবিলা ব্রিজের দুই পাশে রাস্তা নির্মাণকাজ শুরু হয়েছে। এই রাস্তাটি আগেই তৈরি করা উচিৎ ছিলো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান বলেন, সাংবাদিকদের মাধ্যমে খোঁজ পেয়ে সেখানে রাস্তার কাজ শুরু করা হয়েছে। স্থানীয় এমপির বিশেষ বরাদ্দ থেকে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে।
আরও পড়ুন: রাস্তা ছাড়াই ৬৫ লাখ টাকার ব্রিজ নির্মাণ
২০২১-২০২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে পাতবিলা শবির জমির নিকট খালের উপর গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য ১৫ মি.। এটি নির্মাণে চুক্তি মূল্য ছিল ৬৫ লাখ ৩৫ হাজার ১৯৪ টাকা। জেলার কোটচাঁদপুর উপজেলার মেসার্স সূর্য এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটি নির্মাণ করেন। এরপর ২০২৩ সালের ২৮ জানুয়ারি ব্রিজটি উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।