সারা বাংলা

হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৩

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী (৫০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে লস্করপুরের সিলেট-ঢাকা রেলক্রসিংয়ে ঘটনাটি হয়। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বাহুবল উপজেলার মিরপুর থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজগামী সিএনজি চালিত অটোরিকশাটি সিগনাল অমান্য করে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। 

গেইটম্যান মো. রুবেল মিয়া জানান, ট্রেন আসার খবর পেয়ে আমরা রেলক্রসিংয়ের গেইট বন্ধ করে দেই। অটোরিকশাটি গেইটের পাশ দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এসময় দুর্ঘটনাটি হয়। মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।