সারা বাংলা

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল 

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি।

রোববার (২৩ জুন) বিকেলে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে মুক্তারপুর কদম রসুল কোল্ড স্টোরেজ-এ পঞ্চসার ইউনিয়নের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপি'র সভাপতি মহিউদ্দিন আহমেদ ও জেলা বিএনপি’র সদস্য সচিব কামরুজ্জামান রতন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, জেলা বিএনপি নেতা আব্দুল হাকিম মিজি, গজারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সিদ্দিকুল্লা ফরিদ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর ফকির, মীরকাদিম পৌর বিএনপি’র সভাপতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, শহর বিএনপির সদস্য সচিব মাহবুব আলম স্বপন, যুগ্ম সম্পাদক মো. শাহাদাত, যুবদলের জেলা আহ্বায়ক দেওয়ান মজিবুর রহমান, সদস্য সচিব মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নূর হোসেন, শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম,সাধারণ সম্পাদক জামাল হোসেন, বিএনপির নেতা অ্যাডভোকেট ইকো, রায়হান কবি প্রমুখ।

মিলাদ মাহফিল শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তাকে মিথ্যা মামলা দিয়ে বর্তমান স্বৈরাচার সরকার বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই স্বৈরাচার সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এদেশের আপামর সাধারণ মানুষের নেত্রী ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে যত দ্রুত সম্ভব বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর পাঠানোর ব্যবস্থা করেন। নয়তো ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, বেনজির ও আজিজদের উপর ভর করে আপনি এদেশের ক্ষমতায় এসেছেন গণতন্ত্রকে কবর দিয়ে। আজকের পত্রিকা খুললেই দেখা যায় দুর্নীতিতে তারা কতটা চ্যাম্পিয়ন হয়েছে। আর আপনাকে ক্ষমতায় রাখার বিনিময়ে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।