নড়াইলের সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ আজিম খান (৪৫) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে।
বুধবার (১৭ জুলাই) দিবাগত রাতে নড়াইল সদর থানার এসআই মো. আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ চন্ডীবরপুর ইউপির ভূমুরদিয়া গ্রামের বটতলার চৌরাস্তা মোড় থেকে আজিম খানকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে একশত পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আটককৃত আজিম খান নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউপির ফেদী গ্রামের নুর জালাল খানের ছেলে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আজ (বৃহস্পতিবার) মাদক আজিম খানকে আদালতে পাঠানো হয়েছে।