সারা বাংলা

বালতির পানিতে পড়ে ১৫ মাসের শিশুর মৃত্যু

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে বালতির পানিতে পড়ে আশিকুর রহমান নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের কাঠমিস্ত্রি শফিকুল বিশ্বাসের ছেলে। 

নিহত শিশুটির চাচা মকিবুর বিশ্বাস জানান, বিকেলে তার ভাইয়ের ছেলে আশিকুর বাড়ির উঠানে খেলা করছিল। এ সময়  পরিবারের সদস্যদের অগোচরে উঠানে থাকা পানি ভর্তি বালতির ভেতরে পড়ে যায়। বিষয়টি কারও নজরে না পড়ায় সেখানেই তার মৃত্যু হয়। 

কলোড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত শিশুটির বাবা একজন কাঠমিস্ত্রি ও মা বাকপ্রতিবন্ধী। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।