সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় সাধন মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাধন মিয়া কালীসীমা গ্রামের গণি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাধন মিয়া মোটরসাইকেলযোগে বিশ্বরোড যাচ্ছিলেন। ঘাটুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।