মুন্সীগঞ্জে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ড ভ্যানের হেলপারের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কাভার্ড ভ্যানের চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও হেলপারকে আটক করে শিক্ষার্থীরা গজারিয়া থানায় সোপর্দ করেন।
আটক হেলপারের সোহাগ (২৩) নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের বাসিন্দা।
শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিনের মতো আজও সকাল থেকে শিক্ষার্থীরা মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন। দুপুরে চট্টগ্রাম থেকে টঙ্গীগামী একটি কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে এগিয়ে যেতে থাকে। এ সময় সামনে দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের একটি দল কাভার্ড ভ্যানটি আটকে দেন। এরপর তল্লাশি চালানো হলে হেলপারের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, ঘটনার সময় উত্তেজিত জনতা কাভার্ড ভ্যানে থাকা ওষুধ লুট করে নিয়ে যায়। পরে শিক্ষার্থীরা সোহাগকে পুলিশের হাতে তুলে দেন।
আটক সোহাগ জানান, টঙ্গীতে কোম্পানির ওয়্যারহাউসে শ্রমিক হিসেবে তিনি চাকরি করতেন। সম্প্রতি মহাসড়কে পুলিশি টহল না থাকায় তিনি ইয়াবা বিক্রির পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম থেকে ইয়াবা কিনে কোম্পানির গাড়িতে চালকের সহকারী হিসেবে যুক্ত হন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এটিএম আক্তারুজ্জামান ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেছে। জব্দ করা কাভার্ড ভ্যান আমাদের হেফাজতে আছে।’