নাটোরের লালপুরে ভারী বর্ষণে রেললাইন দেবে গেছে। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে আব্দুলপুর-আজিমনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া ভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ওই লাইন দিয়ে আবার ট্রেন চলাচল শুরু করে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতভর ওই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। শুক্রবার দুপুরে খবর আসে, ঘোষপাড়া ভাঙা এলাকায় রেললাইনের এক অংশে দেবে গেছে।
‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা এসে লাইন মেরামতে কাজ শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৫টার দিকে ওই লাইন দিয়ে আবার রেল চলাচল শুরু করে। এর আগ পর্যন্ত ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করেছে।’ - যোগ করেন তিনি।