সারা বাংলা

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহাগ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, সোহাগ মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি ডাংমড়কা থেকে ফেরার পথে বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজের যাত্রী ছাউনির সামনে পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সোহাগ। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। 

ওসি বলেন, “ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।”