সারা বাংলা

ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন দল, ৩০০ আসনে প্রার্থী: রিফাত রশিদ

‘‘ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে। জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে ছাত্রদের রাজনৈতিক দল দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে। তারা বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন।’’ 

রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মোহাম্মদ আলী-ইয়াকুব আলী স্কুল মাঠ প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় এ কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ।

তিনি বলেন, ‘‘কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতো জনগণকে দমন-পীড়ন করতে চায়; জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।’’

সভায় সাভারের আমিনবাজার, ভাকুর্তা, কাউন্দিয়া ও তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও অংশ নেওয়া শিক্ষার্থীরা ৫ আগস্ট-পরবর্তী নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পরও সাভার-আশুলিয়ায় চাঁদাবাজি বন্ধ হয়নি।

এ সময় আরো উপস্থিত ছিলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধি শেফালী সুলতানা, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, সহ সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র প্রমুখ।