চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মুহাম্মদ জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ফয়সাল আহমেদ তালুকদার নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন অ্যাডভোকেট মুহাম্মদ জহিরুল ইসলাম।
তিনি বলেন, “আগামী ২ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে গঠিত হয়। সভাপতি হিসেবে আমি তৃতীয় মেয়াদে ও সাধারণ সম্পাদক পদে ফয়সাল আহমেদ তালুকদার দ্বিতীয় মেয়াদে এ কমিটিতে দায়িত্ব পালন করব।”
তিনি আরও বলেন, “আমরা কার্যকরী কমিটি এ সমিতির কল্যাণে আগামী দিনে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি। একই সাথে যেকোন আইনী সহায়তা নিতে আমাদের কাছে সবাই আসতে অনুরোধ করছি।”